নয়াদিল্লিঃ তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল রাশিয়া(Russia)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৭। বুধবার ভোরে তীব্র কম্পন অনুভূত হয় উপকূল সংলগ্ন এলাকায়। কম্পনের মাত্রা প্রবল হলেও সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি। প্রাণহানির ঘটনাও ঘটেনি বলেই খবর। জোরাল কম্পনের জেরে ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করেছে আমেরিকা ও জাপান।
রাশিয়ায় জোরাল ভূমিকম্প, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন?
জানা গিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে আচমকা কম্পন অনুভূত হয়। মিকম্পের উৎসস্থল জাপানের হোক্কাইডো থেকে ২৫০ কিলোমিটার দূরে মাটি থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে। যদিও হোক্কাইডোতে সামান্য কম্পন অনুভূত হয় বলে
জানিয়েছেন আমেরিকার জিওলজিক্যাল সার্ভে। রাশিয়াজুড়ে জারি হয়েছে সুনামি সতর্কতা। উপকূলে ১ মিটার উচ্চতায় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা আমেরিকার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকার মানুষজনদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। সুনামির সতর্কতা জারি হয়েছে হাওয়াই দ্বীপেও।
এই তীব্র ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেয়নি রাশিয়া প্রশাসন। একটি কিন্ডারগার্টেন স্কুল সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে খবর। সাম্প্রতিককালে বিশ্ব যত ভূমিকম্প হয়েছে তার মধ্যে এটি অন্যতম। ১৯৯৫ সালের নভেম্বর মাসে তীব্র ভূমিকম্প হানা দেয় কামচাটকায়। সেবার কম্পনের মাত্রা ছিল ৯।
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, জারি সুনামি সতর্কতা
🌍🇷🇺 BREAKING: A powerful magnitude 8.3 earthquake has struck off the east coast of Russia’s Kamchatka Peninsula.
Authorities are assessing the situation — tsunami warnings may follow.
🔁 Stay tuned for updates
📍Region: Pacific Ring of Fire#earthquake pic.twitter.com/0rQo7mV4Mq
— Find ASIA Report (@asia_rpt) July 30, 2025