All 75 Indian nationals evacuated from Syria (Photo Credit: X@ANI)

গত রবিবার এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার (Syria Crisis) রাজধানী  দামাস্কাসের দখল নেয় সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী। পতন হয় বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের। বাশার দামাস্কাস ছাড়ার পর বিদ্রোহী গোষ্ঠী এবং তাদের সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায় সিরিয়ায়। দেশে শুরু হয় অরাজকতা। দামাস্কাসের কিছু অঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হয়।বাশার-শাসনের পতনের পরে বিদ্রোহী জনগোষ্ঠী এইচটিএস (HTS)এর গত কয়েকদিনের তীব্র আক্রমণ ও অশান্তির ছবি বারবারই সামনে আসছে।

এই অবস্থায় সিরিয়ায় থাকা ভারতীয়দের নিয়ে চরম উদ্বেগে ছিল কেন্দ্র। ক্ষমতা হাতবদল শুরু হতেই তড়িঘড়ি ভারতীয়দের উদ্ধার করে আনল সরকার। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, দামাস্কাস ও বেইরুটে থাকা ভারতীয় দূতাবাসের সহযোগিতায় এই উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। বিদেশ মন্ত্রক আরো জানিয়েছে, সিরিয়ার পরিস্থিতির দিকে আগে থেকেই নজর রাখা হচ্ছিল। ইতিমধ্যে ৭৫ জন ভারতীয়কে সিরিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁরা লেবাননে পাড়ি দিয়েছেন এবং বাণিজ্যিক বিমানে ভারতে ফিরে আসবেন।

উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের ৪৪ জন বাসিন্দা। তাঁরা সিরিয়ার সাইদা জ়ানাব অঞ্চলে আটকে পড়েছিলেন। ৭৫ জন ভারতীয়কেই সিরিয়ার সীমান্ত পার করে সংলগ্ন লেবাননে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বিমানে তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।