China Building Collapse: চিনের হুনান প্রদেশে বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ৫৩, জীবিত উদ্ধার অন্তত ১০
China Building Collapse (Photo: IANS)

বেজিং, ৬ মে: চিনের (China) হুনান প্রদেশের (Hunan Province) চাংশা শহরে (Changsha) বহুতল ভেঙে পড়ে (Building Collapse) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আজ ভোররাতে উদ্ধারকাজ শেষ হয়েছে। প্রাদেশিক রাজধানী চাংশার মেয়র ঝেং জিয়ানসিন জানিয়েছেন, ১০ জনকে ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাংশার পার্টি প্রধান উ গুইয়িং বলেছেন যে কর্তৃপক্ষ দুর্ঘটনার আরও তদন্ত করে দোষীদের শাস্তি দেবে। এছাড়াও এই ধরনের ঘটনার পুনরাবত্তি যাতে না নয় তার জন্য এলাকার বড় বাড়িগুলিতে নজরদারি চালানো হবে। আরও পড়ুন: Russia-Ukraine War: গোটা বিশ্বের মানুষের স্বার্থে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে হবে: রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস

২৯ এপ্রিল চাংশা শহরে আটতলা বাড়িটি ভেঙে পড়ে। দ্রুততার সঙ্গে উদ্ধারকাজে নামে কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হয়। অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। ঘটনার তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।