নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রে (US)এক পরিবারের ৫ সদস্যের মধ্যে তিন শিশুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সেদেশের পুলিশ সূত্রে খবর, হাওয়াইয়ের এক ব্যক্তি তাঁর স্ত্রী এবং তিন সন্তানকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে একজন প্রতিবেশী পুলিশকে খবর দেন, সকাল ৯টার দিকে দ্বিতীয় কল পাওয়ার পর পুলিশ বাড়িতে পৌঁছে পাঁচজনকে মৃত অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছুরি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানদের হত্যা করে নিজে আত্মহত্যা করেন বলে মনে করা হচ্ছে। কী কারণে এই হত্যা- আত্মহত্যা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।