ফের মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের তাণ্ডব। এবার মিসিসিপির (Mississippi) একটি স্কুলের মধ্যে হামলা চালাল এক অজ্ঞাত পরিচয়ের যুবক। ঘটনাটি ঘটে ভারতীয় সময় অনুযায়ী শনিবার বিকেলে। এই হামলার ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। আহত ১২ জন। তাঁদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকে পলাতক আততায়ী। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। যদিও এই হামলার পেছনে কোনও সংগঠন যুক্ত রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এদিকে ঘটনাটি নিয়ে শোকপ্রকাশ করেছেন শহরের মেয়র জন লি।

লেল্যান্ড এলাকায় ঘটনাটি ঘটেছে

জানা যাচ্ছে, এদিন মিসিসিপির রাজধানী জ্যাকসন থেকে ১৯০ কিলোমিটার দূরে লেল্যান্ডে একটি হাইস্কুলে ঘটনাটি ঘটে। ঘটনার সময় ওই স্কুলে একটি ইন্টারস্কুল বার্ষিক ফুটবল ম্যাচ চলছিল। যেখানে উপস্থিত ছিল অসংখ্য বর্তমান ও প্রাক্তন পড়ুয়া। এদের মধ্যে অধিকাংশ নাবালক ও নাবালিকা ছিলেন। খেলা যখন মাঝামাঝি সময় তখন দর্শকাসন থেকে এক ব্যক্তি এলোপাথারি গুলি ছুড়তে থাকে। আর সেই গুলির ঘায়ে আহত হন ১৬ জন।

মার্কিন মুলুকে প্রশ্নের মুখে নিরাপত্তা

খবর পেয়েই ঘটনাস্থলে ততক্ষণাৎ পৌঁছায় স্থানীয় পুলিশ। চলে আসে অ্যাম্বুলেন্সও। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের এখনও চিকিৎসা চলছে। ঘটনার পর ফের মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।