ইসলামাবাদ, ২৯ জুন: এবার নাশকতার (Terror Attack) কবলে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ। করাচিতে সোমবার সকালে স্টক এক্সচেঞ্জে ঢুকে পড়ে জঙ্গি দল। এলোপাথাড়ি গুলিতে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছেন তিন জন। সশস্ত্র জঙ্গিরা সংখ্যায় ৪ জন, পাকিস্তানি ওয়েবসাইট জিও নিউজ সূত্রে জানা গিয়েছে, গোলাগুলি এখনও চলছে। সঙ্গে গ্রেনেড হামলাও অব্যাহত রয়েছে। স্টক এক্সচেঞ্জের প্রধান প্রবেশদ্বারে গ্রেনেড ফাটিয়ে প্রথমে ভিতরে ঢুকে পড়ে চার সশস্ত্র জঙ্গি। তারপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পুলিশ জানিয়েছে, চার জঙ্গির মধ্যে তিন জন নিরাপত্তা রক্ষীর গুলিতে খতম হয়েছে। পুলিশ গোটা এলাকা সিল করে লুকিয়ে থাকা জঙ্গির খোঁজে তল্লাশি শুরু করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আরও পড়ুন-Bengaluru Shocker: ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার পাষণ্ড বাবা
#UPDATE Three terrorists killed at Pakistan Stock Exchange in Karachi: Pakistan media https://t.co/fZfPt7pbv4
— ANI (@ANI) June 29, 2020
Video from inside the Pakistan Stock Exchange building - intense firing can be heard pic.twitter.com/7xxYW92nHo
— omar r quraishi (@omar_quraishi) June 29, 2020
Pakistani Security forces have started taking positions around the complex .#karachistockexchange
( Viewer discretion advised)
— LONE WOLF (@Lone_wolf110) June 29, 2020
At least 2 civilians dead and multiple security personnel injured in foiled attack on Pakistan Stock Exchange#GeoNews
— Geo English (@geonews_english) June 29, 2020
করাচি স্টক এক্সচেঞ্জটি সেই ১৯৪৭ সাল থেকে চুন্দ্রিগড় রোডে অবস্থিত। পাকিস্তানের সিন্ধুপ্রদেশ লাগোয়া করাচিতে রয়েছে এই স্টক এক্সচেঞ্জ। এখন তাই এটিই পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। মূলত করাচি স্টক এক্সচেঞ্জ লাহোর স্টক এক্সচেঞ্জ, ইসলামাবাদ স্টক এক্সচেঞ্জের মিলিত রূপই এখন এই পাকিস্তান স্টক এক্সচেঞ্জ।