নয়াদিল্লিঃ জার্মানিতে ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন। একটি কামরার উপরে উঠে গেল একটি কামরা। দুর্ঘটনার জেরে মৃত্যু তিনজনের। আহত বহু। ইতিমধ্যেই শুরু উদ্ধারকার্য। জানা গিয়েছে, রবিবার ঘটনাটি ঘটেছে র্মানির ব্যাডেন-উয়ের্টেমবার্গের রিডলিংগেন শহরের কাছে। আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ডস্যে বন রিজিওনাল এক্সপ্রেস। ওই ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন বলে সূত্রের খবর। স্থানীয় সময় সন্ধ্যা ৬.১০ নাগাদ আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি।
জার্মানিতে রেল দুর্ঘটনা, লাইনচ্যুত ট্রেন
এই দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়ারা আশঙ্কা। আহত কমপক্ষে ৩৪ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। ওই রুটে আপাতত বন্ধ ট্রেন চলাচল। কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে জানা যাচ্ছে, ওই এলাকায় এদিন একটি ঝড় হয়। সেও ঝড়ের কারণেই এই দুর্ঘটনা ঘটল কী না তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার শোকপ্রকাশ করেছেন র্মান চ্যান্সেলর ফ্রেইডরিখ মের্জ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।” ফ্রেইডরিখ আরও বলেন, “আমি পরিবহণ মন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।"
১০০ যাত্রী নিয়ে লাইনচ্যুত ট্রেন, মৃত ৩, আহত কমপক্ষে ৩৪
Germany Train Derailment: 3 Dead, Several Injured After Passenger Train Derails in Riedlingen (Watch Videos)#Germany #GermanyTrainDerailment #TrainAccident
— LatestLY (@latestly) July 28, 2025
Read: https://t.co/XLD80QR0XC
— LatestLY (@latestly) July 28, 2025