পদ্মনদীতে বালিবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষ (Photo Credits: IANS)

ঢাকা, ৩ মে: পদ্মনদীতে বালিবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হল ২৭৷ এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন সোমবার সকালে বাংলাদেশের (Bangladesh) শিবচর উপজেলার মাদারীপুরে বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটে দুর্ঘটনাটি ঘটে৷ প্রথমেই জীবিতাবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়৷ এদের মধ্যে একজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ দুর্ঘটনাগ্রস্ত স্পিডবোটের মৃত যাত্রীদের পরিচয় এখনও জানা যায়নি৷ জানা গেছে যাত্রী বোঝাই স্পিডবোটটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের বাংলাবাজার ফেরি ঘাটে আসছিল৷ সকাল সাতটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে৷  আরও পড়ুন-Fact Check: এই হোমিওপ্যাথি ওষুধে বাড়ছে অক্সিজেন স্যাচুরেশন! কী বলল আয়ুষ মন্ত্রক?

ঘটনাস্থলে হতাহতের পাশাপাশি নিখোঁজ যাত্রীদের পরিবারের সদস্যরাও রয়েছেন৷ চলছে উদ্ধার অভিযান৷   রমজান মাসে প্রিয়জন হারানোর দুঃখে ভারী হয়ে ওঠে মাদারীপুরের বাতাস৷