নয়াদিল্লি: লোহিত সাগরের জিবুতি (Djibouti) উপকূলে নৌকাডুবিতে ২১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পরিযায়ী (Migrant) বহনকারী একটি নৌকা ডুবে যায়। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, নৌকাটি ৭৭ জন আরোহী নিয়ে ইয়েমেন থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে ইথিওপিয়ায় যাচ্ছিল। ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং ২৩ জন এখনও নিখোঁজ রয়েছে। ৩৩ জন সুস্থ আছেন।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে একই জলপথে পরিযায়ী বহনকারী আরেকটি নৌকা ডুবে অন্তত ৩৮ জন ইথিওপীয়র মৃত্যু হয়।
ইথিওপিয়ায় গৃহযুদ্ধের পর থেকে বাসিন্দারা সেখান থেকে পালাচ্ছে। সূত্রে খবর, জিবুতি হয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে পৌঁছয়, সেখান থেকে তাঁরা সৌদি আরব বা অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন।
জিবুতির কোস্টগার্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডুবে যাওয়া নৌকাটিতে যারা ছিলেন তাঁরা ইয়েমেন থেকে দেশে ফিরে আসছিলেন, কারণ দেশের চেয়ে বিদেশে জীবনধারণ আরও কঠিন হয়ে উঠেছিল।