Nuh Violence (Photo Credit: PTI/Twitter)

দিল্লি, ৩ অগাস্ট:  ৩১ জুলাই ধর্মীয় শোভাযাত্রায় উত্তেজনার পর এখনও থমথম হরিয়ানার গুরুগ্রাম, নুহ জেলা। হরিয়ানায় যখন দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে, সেই সময় গুরুগ্রাম ছাড়ার কথা ভাবছেন অনেক পরিযায়ী। রহমত নামে এক অটো চালক গুরুগ্রাম ছেড়ে এবার বঙ্গে ফেরার কথা ভাবছেন।

গুরুগ্রামের সেক্টর ৭০ এ-তে থাকা রহমত আলি জানান, মঙ্গলবার রাতে মোটরবাইকে করে বেশ কয়েকজনতাঁদের বস্তিতে আসেন। তাঁরা যদি শহর না ছাড়েন, তাহলে বস্তিতে আগুন ধরিয়ে দেওয়া হবে বলে দেখানো হয় হুমকি। পুলিশ বস্তিতে মোতায়েন রয়েছে কিন্তু তাঁরা গুরুগ্রামে থাকতে ভয় পাচ্ছেন। রহমত আলির পরিবার যেভাবেই হোক পশ্চিমবঙ্গে ফিরতে চাইছেন বলে জানান তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে, তাঁরা ফের গুরুগ্রামে ফিরবেন বলে জানান রহমত। তাঁর মত মুসলিম সম্প্রদায়ের আরও বেশ কিছু পরিযায়ী এবার গুরুগ্রাম ছেড়ে যে যাঁর নিজের শহরে ফিরতে চাইছেন বলে খবর।