নেপালে ভয়াবহ বন্যা পরিস্থিতি (ছবিঃX@NDTV)

নয়াদিল্লিঃ নেপালে(Nepal) ক্রমে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি(Flood Condition)। বন্যা এবং ভূমিধসের(Landslide) জেরে এখনও পর্যন্ত ২০৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ ২৯ জন। রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বন্যার সঙ্গেই ভয়াবহ ভূমিধসের জেরে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির একাংশ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার কাঠমান্ডু। ভূমিধসের জেরে চাপা পড়েছে বাড়ি, গাড়ি সহ রাস্তাঘাট। এই শহরের বেশকিছু অংশের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ। ঘুমন্ত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৩৬ জন। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, ১৯৭০ সালের পর গত শনিবার কাঠমান্ডু উপত্যকায় সর্বোচ্চ হয়েছে।নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সারা দেশে বন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত ২০৯ জন মারা গিয়েছেন এবং নিখোঁজ ২৯ জন। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ঋষি রাম তিওয়ারি জানিয়েছেন, এখনও বহু মানুষকে নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে। অসুস্থদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে সরকারের তরফে।

নেপালে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি