Muhammad Yunus.jpg (Photo Credit: Instagram)

2026 Bangladeshi General Election: শেখ হাসিনা (Sheikh Hasina)-র প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশছাড়ার (Bangladesh) পর বছর ঘুরে গিয়েছে। অবশেষে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় নিয়ে মুখ খুলল সে দেশের নির্বাচন কমিশন। বাংলাদেশের নির্বাচন কমিশন জানাল, পদ্মাপাড়ের দেশে আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচন হতে চলেছে। খালিদা জিয়ার দল বিএনপির দাবি মেনে ফেব্রুয়ারিতেই হচ্ছে ভোট। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তারা অন্তবর্তী সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করতে পারে। মহম্মদ ইউনূস দাবি করেছেন, দেশের আসন্ন নির্বাচন ‘নতুন বাংলাদেশ’ গড়ার জন্য ঐতিহাসিক হবে। যদিও তাতে শেখ হাসিনার দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।

দ্রুত নির্বাচন চাইছে বিএনপি

আগে বলা হয়েছিল, নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে হবে, তবে রাজনৈতিক চাপের মুখে এটি ফেব্রুয়ারিতে এগিয়ে আনা হয়। খালিদা জিয়ার দল বিএনপি দেশে দ্রুত নির্বাচনের পক্ষে। তবে জামায়াত-ই-ইসলামী আগামী বছর এপ্রিলে ভোটের পক্ষে সওয়াল করে। সব দিক বিবেচনা করে কমিশন বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে করতে চলেছে জাতীয় নির্বাচন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হওয়া জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না।

নির্বাচনের দিন ঘোষণা

২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা

ছাত্র আন্দোলনের জেরে হাসিনা গত বছর ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়ে দেশ ছেড়েছিলেন। এরপর বাংলাদেশে চরম অচলাবস্থার মাঝে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দেশ চালানোর কাজ শুরু করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। মহম্মদ ইউনুস ২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।