সিঙ্গাপুর/নতুন দিল্লি: ফের অন্যতম ধনী ভারতীয় হিসেবে তালিকার শীর্ষে রইলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়রম্যান মুকেশ আম্বানি। শুক্রবার সিঙ্গাপুরে ফোর্বস ইন্ডিয়া রিচ লিস্ট ২০১৯ (2019 Forbes India Rich List) প্রকাশ্যে আসতেই খবরটি জানা গেল। এনিয়ে টানা ১২ বার ধনী ভারতীয় হিসেবে এক নম্বরে রইলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনি ৫১.৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তির মালিক। আর গত তিন বছরে জিও থেকে তাঁর উপার্জন আরও ৪.১ বিলিয়ন মার্কিন ডলার। মুকেশ আম্বানি পরেই ভারতীয় দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি। তাঁর সম্পদের পরিমাণ ১৫.৭ বিলিয়ন মার্কিন ডলার।
গ্লোবাল ব়্যাংকিং এজেন্সির এহেন রিপোর্টে একটা জিনিস স্পষ্ট যে ভারত অ্র্থনৈতিক মন্দায় ডুবতে বসলেও দেশের কিছু শিল্পপতি ভাগ্যের চাকা ঘুরিয়ে লাভের মুখই দেখেছেন। ১৫.৬ বিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়ে আম্বানি আদানির পরেই তৃতীয় স্থানে রয়েছে হিন্দুজা ব্রাদার্স। ১৫ বিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়ে চতুর্থ স্থানে রয়েছেন পালোনজি মিস্ত্রি। এরপর একলাফে প্রথমবার পঞ্চম স্থানে উঠে এসেছেন ১৪.৮ মার্কিন ডলারের মালিক ব্যাংকার উদয় কোটাক। ফোর্বসের তথ্য বলছে গত বচর কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শেয়ার ৩৯ শতাংশ বেড়ে গিয়েছে। ফোর্বস এশিয়ার ভারত সম্পাদক নাজনীন কারমালি বলেছেন, খুব শিগগির ভারতের মন্দাগতির অর্থনীতি উল্টো পথে হাঁটতে শুরু করবে। এখানকার অন্তত ১০০ জন ধনী ব্যক্তিত্ব সমস্ত প্রতিকূলতাকে সরিয়ে রেখেই নিজেদের আসন ধরে রাখতে পেরেছেন। এটাই ভারতীয় শিল্পপতিদের বৈশিষ্ট। তাঁদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। এবং ফের উন্নতির শিখরে ওঠার বিষয়টি খুব একটা দূরেও নয়। আরও পড়ুন-Narendra Modi-Xi Jinping Meet:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে মহাবলীপুরমে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং
এঁরা ছাড়াও ফোর্বসের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন শিব নাদার, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৪.৪ বিলিয়ন মার্কিন ডলার। সপ্তম স্থানে রাধাকৃষ্ণণ দামানি, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। অষ্টম স্থানে গোদরেজ পরিবার, এদের মোট সম্পত্তির পরিমাণ ১২ বিলিয়ন মার্কিন ডলার। ১০.৫ বিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়ে নবম স্থান দখল করেছেন লক্ষ্মী নিবাস মিত্তল। অন্যদিকে ৯.৬ বিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়ে দশম স্থানে রয়েছেন কুমার বিড়লা। ধনী তালিকার এই বিশদ তথ্য জানতে হলে সার্চ করুন www.forbes.com/india এবং www.forbesindia.com, এছাড়াও ফোর্বস এশিয়া এবং ফোর্বস ইন্ডিয়ার ডিসেম্বর সংখ্যায় তালিকাটি পাওয়া যাবে।