কলম্বো, ২৩ মে: অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা (Sri Lanka Fuel Crisis)। রাজকোষ অর্থ নেই, তাই কলম্বো বন্দরে জাহাজ দাঁড়িয়ে থাকলেও জ্বালানি তেল কিনতে পারছেন না রনিল বিক্রমাসিংহের সরকার। এই বিপন্নতা তখনই প্রকট হল যখন বছর দুয়েকের শিশুকন্যাকে হাসপাতালে নিয়ে যেতে পারলে না বাবা। শুধু মাত্র জ্বালানি অভাবে সন্তানে মৃত্যু অসহায় ভাবে দেখতে হল বাবা-মাকে। সনকা রোশন পাথিরানা নামের এক চিকিৎসক ওই শিশুকন্যার ময়নাতদন্ত করেছেন। তিনিই এই হৃদয়বিদারক ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
রাজধানী কলম্বো থেকে ১৯০ কিলোমিটার দূরে হালদা মুল্যা এলাকায় থাকেন শিশুকন্যার বাবা-মা। বাচ্চাটির জন্ডিস ধরা পড়ায় সে মাতৃদুগ্ধ পান করছিল না। এই অবস্থায় দ্রুত হাসপাতাল পৌঁছানো জরুরি ছিল।স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসার দায়িত্ব না নিয়ে কাকে রাজধানীর হাসপাতালে স্থানান্তর করে দেয়।সময়মতো সেখানে পৌঁছাতে না পেরে রাস্তাতেই শিশুটির মৃত্যু হয়।
এই পরিস্থিতিতে ভারত থেকে ৪০ হাজার মেট্রিকটন ডিজেল পৌঁছেছে শ্রীলঙ্কায়।