Pakistani TikToker Sana Yousaf Shot Dead At Her Home (Photo Credits: X)

ইসলামাবাদ, ৩ জুনঃ পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সানা ইউসুফকে (Sana Yousaf) নির্মমভাবে খুন করা হল। মাত্র ১৭ বছর বয়সী সানাকে ইসলামাবাদে তাঁর নিজের বাড়িতেই গুলি করে হত্যা করা হয়েছে। জন্মদিনের পরেই খুন হয়েছে তরুণী। সদ্যই ১৭ বছরে পা দিয়েছে সানা। চরম উচ্ছ্বাসের সঙ্গে কেক কাটা এবং জন্মদিন উদযাপনের ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিল সে। যাবতীয় উদযাপন, দু চোখ ভরা স্বপ্ন মুহূর্তে থমকে গেল। নিজের বাড়িতেই আমন্ত্রিত অতিথির হাতে খুন হয়েছে সানা।এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সানার পরিবারের তরফে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিষয়ে এখনও কোন বিবৃতি প্রকাশ করা হয়নি।

নিজের বাড়িতে খুন পাক  টিকটকার সানা ইউসুফ

পাকিস্তানের স্থানীয় গনমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, টিকটকার সানা ইউসুফের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করেছে আততায়ীরা। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে সানাকে। ঘটনাস্থলেই মারা যায় সে। সানার উপর গুলি চালিয়ে সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় অততায়ীরা। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস পাঠানো হয়েছে সানার দেহ। তাঁর শরীরে দুটি গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। পুলিশ সানা ইউসুফ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। তবে এখনও অবধি তরুণী টিকটকারকে খুনের পিছনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় পাক পুলিশের কাছে।

সদ্যই ১৭-এ পাঃ

 

View this post on Instagram

 

A post shared by sana (@sanayousaf22)

পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, পুলিশ অনুমান করছে বাড়ির অতিথি দারাই খুন হয়েছে সানা। ইসলামাবাদের জি-১৩ সেক্টরে সানার বাসভবনে আমন্ত্রিত অতিথি এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত থাকতে পারে। তদন্তকারীরা সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখছে।