প্রতীকী ছবি (Photo Credit: X)

নয়াদিল্লি: এল নিনোর (El Nino) কারণে প্রবল বন্যা (Floods) ও ভূমিধসের (Landslides) বিধ্বস্ত আফ্রিকার তানজানিয়া (Tanzania)। গত কয়েকদিন ধরে চলা এই প্রাকৃতিক বিপর্যয়ে তানজানিয়ায় অন্তত কারণে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৮৫ জন। আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশ সীমান্তের ওপারে আশ্রয় চেয়ে আশ্রয় নেওয়া মায়ানমারের নিরাপত্তা বাহিনীর ২৮৮ সদস্যকে ফিরিয়ে দিল বাংলাদেশ

দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া (PM Kassim Majaliwa) বৃহস্পতিবার বলেছেন, এল নিনোর কারণে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের কারণে তানজানিয়ায় অন্তত ১৫৫ জনের মৃত্যু হয়েছে, প্রায় ২০০০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের বেশ কয়েকটি অংশে ব্যপক ক্ষতি হয়েছে। বাড়িঘর, ফসল, রাস্তা, সেতু এবং রেলপথের নষ্ট হয়েছে।