ঘূর্ণিঝড় (Cyclone Remal) রেমালের প্রভাবে মণিপুরের বেশ কিছু জায়গায় ভয়াবহ ভূমিধস হয়। সবচেয়ে ভয়াবহ ভূমিধস হয় রাজধানী আইজলে। ভয়াবহ ভূমি ধসের জেরে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে সর্বশক্তি উজাড় করেছে প্রশাসন।
রাজ্য বিপর্যয় ত্রান তহবিলে ১৫ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের তথ্য ও জনসংযোগের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।
দেখুন মণিপুরের সেনাপতিতে ভূমিধস ও বন্যার ভিডিয়ো
#Landslides and #floods caused by Cyclone Remal in #Senapati, #Manipur, India.#Landslide #ManipurLandslide pic.twitter.com/MCt0w8MVJF
— know the Unknown (@imurpartha) May 28, 2024
দেখুন ভিডিয়ো
The North East has been battered by Cyclone Remal. Multiple landslides across Manipur, Mizoram, Assam, Meghalaya. At least 16 dead, many more injured. Road connectivity disrupted, power supply in Lower Assam, including Guwahati, completely disrupted. (No deaths below incident) pic.twitter.com/dVv5LddoEq
— Sukrita Baruah (@BaruahSukrita) May 28, 2024
দেখুন খবরটি
Cyclone Remal has claimed 27 lives in Aizawl district following landslides. Mizoram CM has announced Rs 15 crore for State Disaster Relief Fund. Rs 4 lakh announced as ex-gratia to the kin of deceased: Department of Information and Public Relations, Government of Mizoram pic.twitter.com/82fbMlQZGM
— ANI (@ANI) May 28, 2024
রেমালের প্রভাবে মণিপুরে এক নাগাড়ে বৃষ্টির সঙ্গে ভূমি ধসও শুরু হয়। উত্তর পূর্ব ভারতের ছবির মত সুন্দর রাজ্যে ভূমি ধসের জেরে বেশ কিছু ভয়াবহ ভিডিয়ো সামনে আসতে শুরু করে। যেখানে মণিপুরে ভূমি ধসের জেরে একটি ট্রাককে খাঁদে পড়ে যেতে দেখা যায়। ধসের সময় ট্রাকটি যেভাবে নীচের খাদে পড়ে যায়, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।