কাবুল: শোকসভার (prayer service) সময় ভয়াবহ বিস্ফোরণের (explosion) জেরে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। জখম হয়েছেন ৩০ জন। শনিবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের (Afghanistan) উত্তর-পূর্ব (north-east) প্রান্তে অবস্থিত একটি মসজিদে (mosque)।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গাড়ি বোমা হামলায় মৃত্যু হয় আফগানিস্তানের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত বাদাখাসান প্রদেশের (Badakhshan province) ডেপুটি গর্ভনর (deputy governor) নিসার আহমেদ আহামদির (Nisar Ahmad Ahmadi)। পরে এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় ইসলামিক স্টেট মিলিট্যান্ট গ্রুপ (Islamic State militant group) বা আইএসআইএস। শনিবার ডেপুটি গর্ভনরের স্মরণে স্থানীয় এলাকার একটি মসজিদে শোকসভা আয়োজন করা হয়েছিল। তালিবান সরকারের আধিকারিকরা (Taliban officials) ওই শোকসভায় উপস্থিত হয়ে নামাজ পাঠ করার পাশাপাশি যখন নিসার আহমেদ আহামদির স্মরণে শোক প্রস্তাব পাশ করছিল সেসময় আচমকা ওই মসজিদে বিস্ফোরণ হয়। এর ফলে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং জখম হয়েছেন ৩০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করে বিবৃতি দেয়নি কোনও জঙ্গি সংগঠন। আরও পড়ুন: Japan Plane Crash: টোকিও বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষ, ভেঙে গেল থাই এয়ারওয়েজের উইং
An explosion inside a mosque in north-east #Afghanistan has killed 11 people and injured 30.
The victims of the blast were #Taliban officials who were attending a prayer service for the deputy governor of Badakhshan province Nisar Ahmad Ahmadi, who was killed by a car bomb…
— All India Radio News (@airnewsalerts) June 10, 2023