জাপানের টোকিও শহরের হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুটি বানিজ্যিক যাত্রীবাহী বিমানের সংঘর্ষ। স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ থাই এয়ারওয়েজের একটি বিমান টোকিও থেকে ব্যাঙ্ককের উদ্দেশ্যে ওড়ার জন্য রানওয়ের দিকে ট্যাক্সিওয়ের ওপর দিয়ে যাচ্ছিল। অন্যদিকে, সেই সময় তাইওয়ানের সবচেয়ে বড় বিমান সংস্থা EVA-র একটি বিমানও ওই রানওয়ে দিয়ে যাচ্ছিল। সেই সময়ই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ লাগে।

এই সংঘর্ষের ফলে থাই এয়ারওয়েজের বিমানটি একটি উইং ভেঙে পড়ে। তাইওয়ানের বিমানও ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ভাগ্যের জেরে কোনও যাত্রী বা পাইলটদের কোনও ক্ষতি হয়নি।

সবাই সুরক্ষিত আছেন। আপাতত দুটি বিমানকে রানওয়ের পাশে পার্ক করে রাখা হয়েছে। কী করে এই সংঘর্ষ হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

দেখুন টুইট

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)