Representational Image (Photo Credits: PTI)

ইজরায়েল হামাসের দ্বন্দ্ব যুদ্ধ কভার করতে গিয়ে প্রাণ হারালেন ১১ জন প্যালেস্তানীয় সাংবাদিক।এছাড়া আহত হয়েছে ২০ জন। এমনটাই জানানো হয়েছে প্যালেস্তানীয় জার্নালিস্ট সিন্ডিকেটের তরফে। একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে, সোমবার প্রায় ৫০ জনের মত স্থানীয়, আর্ন্তজাতিক মিডিয়া সংস্থাগুলির সদস্যদের ওপর আঘাত হেনেছে ইজরায়েলি বাহিনী।

এছড়া সংবাদ সংগ্রহ করতে গিয়ে গাজাতে নিখোঁজ হয়েছেন ২ জন সাংবাদিক। শুধু সাংবাদিকই নয় শিশু, মহিলা সহ অনেকেই নিহত হয়েছেন একাধারে ইজরায়েলি বিমান হামলার জেরে।

অক্টোবরের ৭ তারিখ থেকে হামাসের আক্রমনের পরেই পাল্টা আক্রমন শুরু করে ইজরায়েল। পাল্টা আক্রমনের জেরে গাজায় প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। এর পাশাপাশি লেবাননে হিজবোল্লার ঘাঁটিতেও আক্রমন শানিয়েছে তারা। সব মিলিয়ে যুদ্ধের পরিস্থিতি মধ্যপ্রাচ্য এলাকাকে আবার অশান্ত করে তুলেছে সেবিষয়ে কোন সন্দেহ নেই।