Kabul Blast (Photo Credit: Twitter)

কাবুল, ৩০ সেপ্টেম্বর: যত সময় গড়াচ্ছে, তত বাড়ছে কাবুলের স্কুলে (Kabul) বিস্ফোরণে আহত এবং মৃতের সংখ্যা। স্থানীয় এক সাংবাদিকের তথ্য অনুযায়ী, কাবুলের স্কুলে বিস্ফোরণের (Blast) জেরে এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগ হাজারা এবং শিয়া সম্প্রদায়ের মানুষ। প্রসঙ্গত আফগানিস্তানে সবচেয়ে বেশি সংখ্যক হাজারা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।

শুক্রবার সকালে কাবুলের দাস্ত-ই-বারচি নামে একটি এলাকার স্কুলে বিস্ফোরণ হয়। ভয়াবহ বিস্ফোরণের জেরে প্রথমে ১৯ জনের মৃত্যুর খবর মেলে। জানা যায়, মৃত ১৯ জনের মধ্যে বেশ কয়েকজন পড়ুয়া রয়েছে। তবে সময় যত গড়ায়, তত বাড়তে শুরু করে মৃত্যুর সংখ্যা। শুক্রবার দুপুরে জানা যায়, কাবুল বিস্ফোরণে মৃত ১০০ জন। যার মধ্যে প্রায় সবাই পড়ুয়া।

স্থানীয় সংবাদমাধ্যমের কথায়, বিস্ফোরণের পর স্কুল চত্বরে যে মৃতদেহগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার সংখ্যা ১০০। তবে এই সংখ্যা আরও বাড়বে বলে অনুমান স্থানীয় সংবাদমাধ্যমের। সবকিছু মিলিয়ে কাবুলের ওই স্কুলে ভয়াবহ বিস্পোরণের পরপরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।