ব্যস্ত সময় লন্ডনগামী (London) চলন্ত ট্রেনের মধ্যে ঘটল দুষ্কৃতী তাণ্ডব। ছুরি দিয়ে এলোপাথারি হামলা চালানো হল একাধিক যাত্রীর ওপর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ব্রিটেনের লন্ডনে কেমব্রিজশায়ারের কাছে। এই হামলায় আহত কমরপক্ষে ১০ জন যাত্রী। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের তড়িঘড়ি পাঠানো হয়েছে হাসপাতালে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাঁদের থেকে কোনও অস্ত্র উদ্ধার হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ।
আততায়ী সন্দেহে ২ জনকে গ্রেফতার
জানা যাচ্ছে, ট্রেনটি ডঙ্কাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনে দিকে যাচ্ছিল। এদিন সন্ধে ৭টা ৪ নাগাদ যাত্রীদের মধ্যে কয়েকজন ধারালো অস্ত্র দেখিয়ে বাকিদের ভয় দেখাতে শুরু করে। ফলে আতঙ্কে অনেকেই এদিক ওদিক হুড়োহুড়ি করতে থাকেন। সেই সময়ই আততায়ীরা এলোপাথারি হামলা চালাতে শুরু করে। এই হামলার খবর যায় পুলিশের কাছে। হান্টিংডন স্টেশনের পুলিশ বাহিনী পৌঁছায়। ট্রেন থামতেই তাঁরা আততায়ীদের খোঁজ শুরু করে। সেই সময়ই ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
উদ্বেগপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী
এদিকে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হামলাকারীরা কোন উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। এবং আহতদের পর্যাপ্ত চিকিৎসা হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন।