হামাস হামলার বছর ঘুরতে বাকি আর একদিন। তার আগেই কখনই ইজরায়েল (Israel) গাজায় হামলা চালাচ্ছে, কখনও আবার হামাসের পাল্টা হামলা দেখা যাচ্ছে ইজরায়েলে। রবিবার বিকেলে দক্ষিণ ইজরায়েলের বিরসেবা এলাকায় জঙ্গি হামলা হয়। জানা যাচ্ছে, এক বন্দুকবাজ আচমকাই এলোপাথারি গুলি চালাতে থাকে স্থানীয়দের ওপর। আর এই ঘটনায় এক বছর ২৫-এর তরুণীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। ঘটনাস্থলে অবশ্য স্থানীয় পুলিশ এসে আতঙ্কবাদীকে নিকেশ করেছে। তবে এই হামলার দায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন নেয়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান এই হামলা হামাসই চালিয়েছে। জানা যাচ্ছে বিরসেবার সেন্ট্রাল স্টেশনের কাছে হামলা করা হয়ছিল।

যদিও বর্তমানে গোটা এলাকায় কড়া নজরদারি রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। তবে এখনও পর্যন্ত আরও কোনও সন্দেহভাজনকে আটক করা যায়নি বলে খবর। এদিকে ৭ অক্টোবরের আগের দিন ইজরায়েল যেমন গাজাতে এয়ারস্ট্রাইক করেছে, তেমনই অন্যদিকে গাজা থেকে হামাস একটি ক্ষেপনাস্ত্র দক্ষিণ ইজরায়েলের উদ্দেশ্যে ছোড়ে। যদিও এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ওই ক্ষেপনাস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই বন্দুকবাজের হামলায় নতুন করে চিন্তা বাড়াচ্ছে ইজরায়েলের।