Rape Representational Image Photo Credit: File Image

ফের শহর কলকাতায় ধর্ষণের ঘটনা। এক তরুণীকে যৌন হেনস্থা করল তাঁরই দীর্ঘদিনের বন্ধু। এই অভিযোগে গত ৩১ ডিসেম্বর, মঙ্গলবার রাতে বাগুইআটির বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে গড়ফা থানার পুলিশ (Garfa Police Station)। বুধবার তাঁকে আলিপুর আদালতে তোলা হবে। জানা যাচ্ছে, গত ২১ ডিসেম্বর ঘটনাটি ধটেছিল। তবে তরুণী মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে এতদিন থানায় এসে অভিযোগ দায়ের করার সাহস পাননি। তারপর মঙ্গলবার থানায় অভিযোগ জানাতেই রাতের মধ্যে যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশসূত্রে খবর, অভিযুক্ত ও নির্যাতিতা দুজনেই পূর্ব পরিচিত ছিলেন। দুজনে ছোটবেলায় একই স্কুলে পড়তেন। পরবর্তীকালে স্কুল ছেড়ে দেওয়ার পরে যোগাযোগ না থাকলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবারও কথাবার্তা চালু হয়। আর তারপরেই তাঁরা দেখা করে। ২১ ডিসেম্বর গরফায় এক বন্ধুর ফ্ল্যাটে দেখা করে দুজনে। অভিযোগ, সেখানেই নাকি মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণ করে ওই যুবক।

মঙ্গলবার সকালে গরফা থানায় অভিযোগ জানানো হলে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠরত। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, তরুণীর থেকে বয়সে কিছুটা ছোট ওই যুবক। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।