Representational Image (Photo Credits: File Photo)

ফের খাস কলকাতায় ধর্ষণের ঘটনা। এবার টালিগঞ্জে (Tollygunge) ৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসতেই শোড়গোল ছড়িয়েছএ এলাকায়। নির্যাতিতার পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে টালিগঞ্জ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে সন্দেহজনক এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। অন্যদিকে নির্যাতিতাকে স্বাস্থ্য পরীক্ষা জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাটি নিয়ে পরিবারের দাবি, অভিযুক্তকে অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মায়ের কাছে সমস্তটা জানায় নির্যাতিতা নাবালিকা

জানা যাচ্ছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ নির্যাতিতার মা সমস্ত বিষয়টি জানতে পারেন। আসলে বাচ্চাটির প্যান্টে রক্তের দাগ দেখতে পায় তাঁর মা। তখনই সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞেস করে যে কিছু হয়েছে কিনা। তখনই মেয়েটি কাঁদতে কাঁদতে পুরো বিষয় বলে। পরিবারের অভিযোগ, দুপুরে ঘুমের সময় সকলের অলক্ষে প্রতিবেশী এক যুবক ঢুকে ধর্ষণ করেছে। যদিও এটাই প্রথম নয়, মাসখানেক আগেও মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেছিল ওই যুবক।

তদন্তে নেমেছে পুলিশ

এরপরেই পরিবারের তরফ থেকে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে এক স্থানীয় যুবককে গ্রেফতার করে পুলিশ। যদিও সেই আসল দোষী কিনা তা এখনও পরিস্কার নয়। তবে ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা।