ফের রাজ্যে ধর্ষণের ঘটনা। এবার দুর্গাপুরের বাসিন্দা বাঁকুড়ায় (Bankura) ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। অভিযোগের তির আবার তাঁর বন্ধুদের দিকেই। জানা যাচ্ছে, সম্প্রতি নির্যাতিতা কলেজ ছাত্রী আসানসোলে এক আত্মীয়র বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসেছিলেন। সেখানে তাঁর মামাতো মেয়ে এবং কয়েকজন বন্ধু মিলে বাঁকুড়ায় বিহারীনাথ পাহাড়ে ঘুরতে যান। অভিযোগ, রাতের দিকে রিসর্টে তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণ করে কয়েকজন যুবক। ঘটনার পর অচৈতন্য অবস্থায় তাঁকে বাড়িতে রেখে এসে পালিয়ে যায় অফভিযুক্তরা। জ্ঞান ফিরতেই বাড়িতে সবটা জানায়। তবে ততক্ষণে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাঁদের খোঁজে তদন্ত শুরু করে আসানসোল মহিলা থানার পুলিশ।
বন্ধ ঘরে মদ খাইয়ে গণধর্ষণ
অভিযোগ, সম্প্রতি আসানসোলে আত্মীয়ের বাড়ি ঘুরতে এসে আচমকাই বাঁকুড়ায় যাওয়ার পরিকল্পনা করে নির্যাতিতা। সঙ্গে ছিলেন তাঁর মামাতো বোন এবং কয়েকজন যুবক। অভিযুক্তরা সকলেই ইসমাইল এলাকার বাসিন্দা। জানা যাচ্ছে, বাঁকুড়ার শালতোড়া থানা এলাকার কাছে একটি রিসর্টে উঠেছিলেন তাঁরা। অভিযোগ, সেখানে বন্ধ ঘরে মদ খাইয়ে তরুণীকে ধর্ষণ করে তাঁরা।
ঘটনার পর বাড়ি ফেরেনি অভিযুক্তরা
পরিবারের দাবি, বাড়িতে অচৈতন্য অবস্থায় তাঁদের মেয়ের ফেলে রেখে চলে যায় চার যুবক। হুঁশ ফিরলে সমস্তটা বাবা-মাকে জানায়। তারপর অভিযুক্তদের বিরুদ্ধে আসানসোল মহিলা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্তরা ওই ঘটনার পর বাড়ি পর্যন্ত ফেরেনি। তাঁদের বাবা-মাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্যদিকে নির্যাতিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য দুর্গাপুর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।