Death, Representational Image (Photo Credit: File Photo)

কলকাতা: কলকাতার (Kolkata) বেহালায় বাস (Bus) থেকে নামার সময় চাকায় পিষ্ট হয়ে ৪৫ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঠাকুরপুকুর থানা এলাকায় দুর্ঘটনাটি (Accident) ঘটে। দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলার বাসিন্দা যমুনা মণ্ডল নামে ওই মহিলা বাস থেকে নামার চেষ্টা করছিলেন, কিন্তু শাড়িতে পা আটকে যাওয়ার ফলে তিনি পড়ে যান এবং চাকার নিচে পড়ে যান।

আরও পড়ুন: Kolkata Metro:মঙ্গলে শহরে যাত্রী ভোগান্তি, মেট্রো সূচিতে বদল, কমানো হল পরিষেবা

সোমবার সকাল ৯:২৫ পায়ে শাড়ি জড়িয়ে ভারসাম্য হারিয়ে মহিলা রাস্তায় পড়ে যান। সে সময় চালক বাসটি চালু করে দিলে তিনি পিছনের চাকায় পিষ্ট হন। দুর্ঘটনাটি দেখে স্থানীয়রা চিৎকার করে ওঠেন, তখন বাসটি থামে। পুলিশ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।