Representative Image (Photo Credit: File)

খাটের ওপর ঝুলছে গৃহবধূর মৃতদেহ। ডিসেম্বরের শীতে হাড়হিম করা ঘটনা ঘটল কেষ্টপুরে (Kestopur) রবীন্দ্রপল্লী এলাকায় রবীন্দ্র সংঘ ক্লাব এলাকার একটি বাড়ির তৃতীয় তলার একটি ঘরে। জানা যাচ্ছে, মৃতের নাম অভিষিক্তা দে সাহা। এদিন সন্ধে ৮টা নাগাদ বা তার কিছুটা পরেই অভিষিক্তার স্বামী বুদ্ধদেব সাহা অফিস থেকে বাড়ি ফিরে দেহটি দেখতে পান। তারপরেই প্রতিবেশীদের জানাজানি হতেই খবর চলে যায় বাগুইআটি থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে আসে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ আধিকারিকরা সূত্রের খবর, ঘরের ভেতরে খাটের ওপর ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল দেহটি।

ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই সঙ্গে মৃতার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে অভিষিক্তা পেশায় একজন বিউটি পার্লারের কর্মী। অন্যদিকে বুদ্ধদেব একজন বেসরকারি সংস্থার কর্মী। প্রতিদিনের মতো এদিনও অফিসে গিয়েছিলেন তিনি। বাড়ি ফিরে বাইরের তালা খুলে ভেতরে ঢুকেই এই কাণ্ড দেখেন। ফলে এটা আত্মহত্যা নাকি খুন, সেই নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে আসা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টেই পরিস্কার হবে কী ঘটেছে অভিষিক্তার সঙ্গে।