উৎসবের আবহে পর্যটকদের ভিড় দীঘাতে (Digha)। বর্ষশেষ ও বর্ষবরণের রাতে অনেকেই সমুদ্র সৈকতে ঘুরতে এসেছেন। আর এই আবহে নিউ দীঘার একটি হোটেলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এক ১৯ বছরের বিবাহিত তরুণীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় মৃতার স্বামীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। যদিও এটা খুন নাকি আত্মহত্যা তা এখনও পরিস্কার নয়। ঘটনার তদন্ত করছে দীঘা থানার পুলিশ।
পুলিশসূত্রে খবর, মৃতার না প্রীতি কর, বয়স ১৯। মাস ছয়েক আগে তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল পশ্চিম বর্ধমানের হীরাপুর থানার বাসিন্দা প্রীতম ঠাকুরের। সম্প্রতি তাঁরা দীঘায় ঘুরতে গিয়েছিলেন। এদিন রাত আড়াইটে নাগাদ ওই হোটেলের একটি রুম থেকে প্রীতির আর্তনাদের আওয়াজ পান হোটেলকর্মী। তাঁরাই রুমের দরজা খুলে দেখেন হোটেলের খাটে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন।
এরপর ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। সেই সঙ্গে প্রীতমকেও গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি প্রীতির পরিবারকেও জানানো হয়েছে পুরো বিষয়টি। পাশাপাশি এই ঘটনাটি কীভাবে ঘটেছিল তা এখনও পরিস্কার নয়।