কলকাতা, ১৬ নভেম্বর: তামিলনাড়ু থেকে ধেয়ে আসা নিম্নচাপের জেরে বঙ্গে ঢুকেছিল জলীয়বাষ্প। এর জেরে গত সপ্তাহান্তে রাজ্যের আকাশজুড়ে মেঘের ঘনঘটা। আন্দামানে দ্বিতীয় নিম্নচাপের প্রভাবে রবি ও সোমবার বৃষ্টিও হল ভালোই। মেঘলা আকাশের জেরে ঠাণ্ডা সাময়িক উধাও হলেও মঙ্গলবার সকাল থেকেই শীত শীত অনুভূত হচ্ছে (Winter)। ঝকঝকে আকাশে রোদ্দুরের ঝিলিক সঙ্গে উত্তুরে হাওয়ার শিরশিরানি শীতের উপস্থিতি জানান দিচ্ছে। মেঘ কেটে গিয়ে রাস্তা একেবারে পরিষ্কার , তাই শীত জাঁকিয়ে পড়তে আর দেরি নেই। দু একদিনের মধ্যেই কম্বল ছাড়া দিনযাপন অসম্ভব হয়ে উঠবে, তা বালাই বাহুল্য। আরও পড়ুন-Coronavirus Cases In India: ২৮৭ দিনে সর্বনিম্ন, দেশে ১০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ
হাওয়া অফিস জানিয়েছে, যেহেতু উত্তর দিক থেকে আগত বায়ুর শক্তি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, সেহেতু বলা যায় যে আগামী ২০ নভেম্বরের পর থেকে রাজ্যে শীতের অনুপ্রবেশ ঘটবে। রাতের দিকে তাপমাত্রা হু হু করে পড়তে থাকবে। এদিকে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ।