কলকাতা, ১৩ নভেম্বর: উত্তুরে হাওয়ায় রাজ্যজুড়ে শীতের শুরু। দুয়ারে কড়া নাড়তে নাড়তে কি কলকাতায় ঢুকেই পড়ল শীত? আবহাওয়া দফতর যাই বলুক, রবিবারের সকালে ঘুম ভাঙার সময় শহরবাসীর শীত লেগেছে। মানে কবির ভাষায়, ফুল ফুটক না ফুটুক, "আজ বসন্ত"-র মত বলতে হয় "হাওয়া অফিস বলুক না বলুক, আজ শীত।" কলকাতার তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে। এই তাপমাত্রাকে শীত বলেই ধরা হয়। পশ্চিমের ঝঞ্ঝা সরে যাওয়ায় রাজ্যে হিমেল হাওয়া বইতে শুরু করবে। উত্তুরে হাওয়ায় জেলায় জেলায়ও শীতের আমেজ। শীতের আমেজ ক্রমশ বাড়ছে বাংলায়।
আবহাওয়া অফিসের খবর, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। কলকাতায় শীতের আমেজ বাড়তে চলেছে। তবে আকাশ দিনের পরের দিকে আংশিক মেঘলা থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে শীতের দাপট। আগামী চার-পাঁচ দিনের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পারদ নামতে পারে প্রায় ২-৩ ডিগ্রি। আরও পড়ুন-৬ ঘণ্টা ধরে বরফে হেঁটে নির্বাচন করিয়ে ফিরছেন ভোটকর্মীরা, দেখুন ভিডিয়ো
আগামী চার দিন প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে প্রায় গোটা রাজ্যে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গের সমতলের জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত পারদপতন হতে পারে বলে পূর্বাভাস। এদিকে, সিকিমে তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে এদিন হালকা বৃষ্টি হতে পারে।