কলকাতাঃ আজ মহালয়া(Mahalaya 2024)। পিতৃপক্ষের অবসান। মাতৃপক্ষের সূচনা। শরতের(Autumn) রোদ ঝলমলে আকাশ জানান দিচ্ছে মা আসছেন। হাতে আর কয়েকটা দিন মাত্র। মহালয়া মানে বাঙালির(Bengali) জীবনের অন্যতম নস্টালজিক ভোর। মহালয়া মানে বাঙালির আবেগ। সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুর মর্দিনী। তবে আজকাল জীবনযাত্রা বদলেছে বাঙালির। কাজের চাপে বা অন্যান্য কারণে অনেকেই আর সকালে উঠে রেডিয়োতে মহালয়া শুনতে পারেন না। তবে তাই বলে কি বাঙালিকে মহালয়া থেকে বঞ্চিত করা সম্ভব? একেবারেই নয়। তার জন্য রয়েছে ইউটিউব। রেডিয়োর মহালয়া যদি মিস করেন তবে মন খারাপ নয়। হাতের কাছে রয়েছে ইউটিউব। কী ভাবে মহালয়া শুনবেন ভাবছেন তো? রইল উপায়। ঝটপট খুলে ফেলুন ইউটিউব। আর কিংবদন্তী শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া শুনে নিন আকাশবাণী অল ইন্ডিয়া রেডিয়োর নিজস্ব চ্যানেলে। এ ছাড়া ইউওটিউবের অন্যান্য চ্যানেলেও পেয়ে যাবেন মহালয়ার ভিডিয়ো। ইচ্ছেমতো সার্চ করে বেছে নিন আপনার পছন্দের ভিডিয়ো আর মেতে উঠুন বাঙালির শ্রেষ্ঠ উৎসবে।
অনলাইনে কীভাবে শুনবেন মহালয়া? জেনে নিন ঝটপট
Where and How To Hear Birendra Krishna Bhadra’s Mahishasura Mardini Online? Watch Durga Puja Mahalaya Live Telecast on AIR Bangla and Other YouTube Channels#MahalayaAmavasya #Mahalaya https://t.co/Myj7lv5H3L
— LatestLY (@latestly) October 1, 2024