Heatwave | Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ১০ মার্চ: ভোটের গরম উত্তাপ ছড়াচ্ছে পশ্চিমবঙ্গের সর্বত্র (Weather Update)। খরতাপে দগ্ধ হতে হতেই নির্বাচনী প্রচার শুরু করেছেন রাজনৈতিক নেতৃত্বরা। শুষ্ক গরমে দিশেহারা কলকাতা। এদিকে আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে বুধবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম থাকায় অস্বস্তি মারাত্মক হচ্ছে বলেই জানাচ্ছেন আবহাওয়বিদরা। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। আগামী পাঁচদিন পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আচমকা শুষ্ক গরমের কারণ হিসেবে আহাওয়াবিদদের মত পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। তাই শুষ্ক গরম বঙ্গে বিদ্যমান। আরও পড়ুন-WB Assembly Elections 2021: মমতার বিরুদ্ধে শুক্রবারেই নন্দীগ্রামে ‘জাত গোখরো’ মিঠুন

চলতি বছরে একেবারে অন্যরকম গরমের দেখা মিলবে গোটা দেশজুড়ে। মৌসম ভবন আগেই জানিয়েছিল, এই বছর রেকর্ড গরম থাকবে সারা ভারতে। কলকাতার বর্তমান পরিস্থিতিও প্রায় সেই ইঙ্গিতই দিচ্ছে। বসন্তেই 'অগ্নিবান' ছুড়ছে প্রকৃতি। আপাতত গোটা মার্চ জুড়েই এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।