কলকাতা, ১৬ ডিসেম্বর: নিম্নচাপের গেরো কাটতেই রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত (Winter)। আগামী কয়েকদিনে আরও জাঁকিয়ে শীত পড়তে পারে বলে জানাল আবহাওয়া দফতর (IMD)। কলকাতায় (Kolkata) গত কয়েক ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। জেলায় জেলায় সকালে হালকা কুয়াশার দেখা মিলছে। আলিপুর আবহওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার আকাশ থাকবে পরিষ্কার। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
এতদিন শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা। যার কারণে উত্তরে হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছিল। এবার সেই বাধা কাটিয়ে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তার জেরে বাধাহীনভাবে উত্তুরে হাওয়া ঢুকবে। আরও পড়ুন: Kulgam Encounter: কুলগামে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও নিচে নামবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।