ঠান্ডা/ প্রতীকী ছবি (Photo Credit-IANS)

কলকাতা, ২৮ ডিসেম্বর: টানা দু' দিন হালকা বৃষ্টির পর জাঁকিয়ে ঠান্ডা (Cold) পড়েছে। ঠান্ডার প্রকোপে বাড়ি থেকে বেরোনো দায়। কলকাতায় তাপমাত্রা ছুঁল ১০ ডিগ্রি (10 Degree)। অন্যান্য জেলাগুলিতে (Districts) আরও কম। জাকিয়ে ঠান্ডা অনুভব করছে রাজ্যবাসী। প্রায় বহু বছর পর বাঙালির অভ্যেসের বাইরে শীত কাবু করে দিয়েছে সকলকে। রাস্তায় রাস্তায় আগুন জ্বালিয়ে তাপ পোহানো আর সঙ্গে চিকেন কাবাব বানিয়ে চলছে পাড়ায় পাড়ায় ছোটোখাটো বনভোজনও।

সূর্য ও মেঘের লুকোচুরিতে হালকা রোদের দেখা দিতে পারে। তবে ঝলমলে রোদের দেখা দেবে না। সবচেয়ে শীতলতম দিন আজ। আগামীকাল থেকে আকাশ খানিকটা পরিষ্কার থাকতে পারে। তবে বছরের প্রথম দিন ঝলমলে থাকবে না। মেঘলা আকাশ আর একনাগাড়ে বৃষ্টি (Rain) হবে এবারের বর্ষবরণ (New Year)। এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস। তবে বছরের শেষটা জমিয়ে ঠান্ডা পড়বে পশ্চিমের জেলায়। উত্তরে রয়েছে শৈত্য প্রবাহের সম্ভাবনা । পশ্চিমি ঝঞ্ঝার জেরেই ফের বছর শুরুতে বৃষ্টির আগমন। আরও পড়ুন, বৃষ্টির সঙ্গে শীতের কামড়, তাপমাত্রা নামল আরও ৩ ডিগ্রি, প্রবল ঠান্ডায় সিমলার অনুভূতি দিচ্ছে রাজ্যবাসীকে

রবিবারও জাঁকিয়ে ঠান্ডা পড়বে। তবে তাপমাত্রা এর চেয়ে কমবে না। তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রির কাছাকাছি। কিন্তু নতুন বছরের শুরুটা ঝলমলে নয়, বর্ষবরণ হবে মেঘ-বৃষ্টির খেলায়। পশ্চিমের জেলাতেও এখন জমিয়ে ঠান্ডা থাকবে। রয়েছে শৈত্য প্রবাহের (Cold Wave) সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে শনিবার দিনভর থাকবে কনকনে ঠান্ডা।