Winter (প্রতীকী ছবি: File Photo)

কলকাতা, ৬ নভেম্বর: শনিবার আরও নামল তাপমাত্রার (Temperature) পারদ। কলকাতা (Kolkata)-সহ কয়েকটি জেলার তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির নীচে। পশ্চিমের জেলাগুলিতে আরও কম তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দার্জিলিঙে (Darjeeling) পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। পুরুলিয়ায় (Purulia) তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও শীত (Winter 2021) আসার কথা জানায়নি আবহাওয়া দফতর।

গত সপ্তাহে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল কালীপুজো (KaliPuja) থেকে ভাইফোঁটা (Bhai Phota) মনোরম থাকবে আবহাওয়া। সেই পূর্বাভাস মিলে গিয়েছে একেবারেই। আরও কয়েকদিন এই আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। দার্জিলিং, কালিম্পঙে দু এক পশলা বৃষ্টি হতে পারে। আরও পড়ুন: Subrata Mukherjee Death: রাজীব গান্ধীর সামনে মমতাকে এগিয়ে দিয়েছিলেন, বঙ্গীয় রাজনীতির অনন্য ব্যক্তিত্ব সুব্রত মুখোপাধ্যায়

কলকাতাসহ বাকি জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশা বজায় থাকবে।। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে।