শীত (প্রতীকী ছবি: File Photo)

কলকাতা, ৩১ অক্টোবর: কালীপুজোর আগেই শীতের (Winter 2021) পরশ। উত্তুরে হাওয়ার ভর করে গত চারদিনে ৪ ডিগ্রি নামল কলকাতার পারদ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি। সন্ধে হতেই বাতাসে ঠান্ডা আমেজ। শেষরাতে গায়ে মোটা চাদর চাপাতে হচ্ছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া অফিস (IMD-Kolkata) জানিয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ বেশি পাওয়া যাবে। আজ রাত থেকে আরও নামবে কলকাতা-সহ জেলাগুলিতে তাপমাত্রার পারদ। সকালের দিকে কুয়াশাও দেখা যেতে পারে। তবে বেলা বাডতেই বাড়বে তাপমাত্রা। কমবে রাতের তাপমাত্রা। আরও পড়ুন: Rajib Banerjee To Join TMC: বিজেপি ছেড়ে আজই তৃণমূলে ফিরছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরায় অভিষেকের সভায় যোগ

তবে এখনই আনুষ্ঠানিকভাবে শীতের আগমন ঘটছে না। আরও কিছুদিনের অপেক্ষা করতে হবে। আগামী কয়েকদিনে রাজ্যে বৃষ্টির সম্ভাবনাও নেই।