Winter 2021

কলকাতা, ২ জানুয়ারি: রাজ্যে ফিরল শীত (Winter)। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকালের তুলনায় আরও নেমেছে পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে কলকাতা-সহ দক্ষিণ বঙ্গে। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। কয়েকটি জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা আরও কমবে। রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে। তবে কলকাতা বা আশপাশের অঞ্চলে তাপমাত্রা ১ ডিগ্রি কমতে পারে। আরও পড়ুন: Calcutta High Court: বাড়ছে করোনা, সোমবার থেকে ভার্চুয়ালি কাজ কলকাতা হাইকোর্ট, জেলা আদালতগুলিতে

তবে, শীত খুব একটা বেশিদিন রাজ্যে বজায় থাকবে না। কারণ, আবারও একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। সেটা জানুয়ারি মাসের ৪ তারিখে। যার কারণে, তাপমাত্রা ফের বাড়বে।