কলকাতা, ২২ জানুয়ারি: আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গিয়ে কলকাতায় (Kolkata) শুরু বৃষ্টি (Rain)। সকাল থেকেই আকাশের মুখভার ছিল। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে বাড়ল রাতের তাপমাত্রা (Temperature)। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে এই বৃষ্টি। কলকাতার পাশাপাশি রাজ্যজুড়ে সারাদিনই বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে তুষারপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলাবৃষ্টি হতে পারে। আজ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবি ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আরও পড়ুন: Priyanka Chopra-Nick Jonas Welcome Baby: সারোগেসির মাধ্যমে মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া, মধ্যরাতে দিলেন খবর
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রচুর পরিমাণে জ্বলীয়বাষ্প বঙ্গে প্রবেশ করায় আগামী ৪৮ ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। সিকিম ও দার্জিলিঙে তুষারপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা ছাড়াও হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে রাজ্যের। ফের কমবে তাপমাত্রা।