কলকাতা, ৫ ফেব্রুয়ারি: বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদ, মেঘে লুকোচুরির খেলা। খানিক রোদের দেখা গেছিল। এরপর ফের মেঘ ঢুকে পড়ে আকাশ মেঘলা হয়ে পড়ে। যার ফলে বেড়েছে তাপমাত্রা। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে পূবালী হাওয়ায় ঢুকেছে জলীয় বাষ্প। এর জেরেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। বৃহস্পতিবার থেকে কলকাতার (Kolkata) আকাশও মেঘলা (Cloudy) থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Report) খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূমে আজ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বিকেলের পর বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। ওড়িশা-ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে।
শীত বিদায়ের আগে বৃষ্টিতে (Rain) ভিজবে কলকাতাসহ রাজ্য। গোটা শীতকালজুড়েই মাঝে মাঝেই বৃষ্টিতে ভিজেছে রাজ্য। যারফলে আরও জাঁকিয়ে পড়েছে শীত। শীতের আমেজ যেন কাটছেই না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও শীতের প্রকোপ বেশ ভালোই রয়েছে। তবে বঙ্গবাসী তাড়িয়ে তাড়িয়ে তা অনুভব করছে। শীত কাটতে শুরু করলেই পড়বে গরম। তাই শেষমুহূর্তে চেটেপুটে উপভোগ করে নিচ্ছে বাঙালি। আরও পড়ুন, কাটোয়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন, পরিবারের অভিযোগের তীর বিজেপির দিকে
বাতাসে জলীয় বাষ্প ও মেঘের ফলে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় বাড়ল ৪ ডিগ্রি। সকালে সামান্য কুয়াশা হলেও পরে আংশিক মেঘলা হতে পারে আকাশ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি নিচে ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭-৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি।