Rain In West Bengal (Photo Credit: X/Screengrab)

কলকাতা, ২৮ জুলাই: রাজ্যের (West Bengal Weather Update) বিভিন্ন প্রান্তে জোর কদমে বৃষ্টি শুরু হয়েছে। রবিবার দিনভর দফায় দফায় বৃষ্টি হয় রাজ্যের একাধিক জায়গায়। সোমবার সকাল থেকেও অবিরাম বৃষ্টি ঝরছে। যা থামার কোনও গামগন্ধ ইতিমধ্যেই নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গের (North Bengal) জন্যও জারি করা হল সতর্কতা। হাওয়া অফিসের সতর্কতা (IMD) অনুযায়ী, উত্তরবঙ্গেও এবার জোর কদমে বৃষ্টি চলবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩৬ ঘণ্টা পর্যন্ত উত্তরবঙ্গের দফায় দফায় বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, আগামী ২ সপ্তাহ ধরে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের (Rain) পরিমাণ কমবে না। উত্তরোত্তর বাড়বে বলেই জানা যাচ্ছে।

বাংলার পাশাপাশি বিহারের বেশ কিছু জায়গা এবং পূর্ব উত্তরপ্রদেশেও বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গ লাগোয়া এলাকা হওয়াতেই বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশের একাধিক জায়গা বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Weather Update: একদিনের বিরতির পর সোম থেকেই বৃষ্টি শুরু কলকাতাসহ দক্ষিণবঙ্গে, দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরেও

আগামী ৩৬ ঘণ্টা ধরে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। ছাড় নেই কলকাতা-সহ দক্ষিণেরও। আগামী কয়েকদিন বাংলার মানুষকে জল যন্ত্রণা ভোগ করতে হবে বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে...