শুক্র, শনিবার টানা বৃষ্টি হওয়ার পর রবিবার খানিকটা স্বস্তিতে ছিল রাজ্যবাসী। তবে আবারও সোম থেকে দেখা যাচ্ছে দুর্যোগের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রের খবর, সোমবার সকাল থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ৯টি জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস রয়েছে। বুধবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। সেই কারণে সমুদ্রে মৎসজীবীদের নামার ওপর জারি রয়েছে নিষেধাজ্ঞা। এদিকে উত্তরবঙ্গে রবিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ফলে আপাতত আগামী তিনদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে চলেছে বাংলার বিভিন্ন প্রান্তে।
দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রের খবর, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি বাঁকুড়াতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকী কলকাতাতেও এর প্রভাব ভালো রকমের পড়বে। হাওয়ার গতি থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আসলে বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল, তা ক্রমে ঝাড়খণ্ডের দিকে সরিয়ে দিয়েছে। তবে মৌসুমী অক্ষরেখায় এখনও নিম্নচাপ রয়েছে। আর সেই কারণের প্রচুর জলীয় বাষ্প স্থলে প্রবেশ করছে। আর সেই কারণে আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে।
উত্তরেও বৃষ্টিপাতের সম্ভাবনা
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার, মঙ্গলবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, রবিবার বঙ্গে বৃষ্টির পরিমাণ ছিল অন্যদিনের তুলনায় কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।