কলকাতা, ৩১ ডিসেম্বর: নতুন বছরেই আবারও তারা ফর্মে ফিরতে চলেছে শীত (Winter)। আলিপুর আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে জেলায় জেলায় ছন্দে ফিরেছে শীত। আগামী কয়েকদিনে তা আরও বাড়তে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জন্য রাজ্যে শীত বাধাপ্রাপ্ত হয়েছে। সেই ঝঞ্ঝা কেটেছে, যদিও তাপমাত্রা স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি বেড়ে রয়েছে। আগামী কয়েকদিনে সেটা নেমে পৌঁছবে স্বাভাবিকের কাছাকাছি। কয়েকটি জেলায় তা নামতে পারে স্বাভাবিকের থেকে নিচেও। আরও পড়ুন: COVID 19 In West Bengal: কলকাতায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ, রাজ্যে আজ করোনাভাইরাসে আক্রান্ত ২,১২৮ জন
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ ঝকঝকে থাকবে। তাই ধীরে ধীরে রাজ্যজুড়ে তাপমাত্রা নামবে।