কলকাতা, ৩০ ডিসেম্বর: গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে (West Bengal)। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হন ২,১২৮ জন। যা গত কয়েক মাসের তুলনায় এক ধাক্কায় অনেকটাই বেশি। করোনার জেরে আজ রাজ্যে মৃত্যু ১২ জনের।
West Bengal reports 2,128 fresh COVID cases, 1,067 recoveries, and 12 deaths today
Active cases: 8,776
Total recoveries: 16,06,501
Death toll: 19,757 pic.twitter.com/IVeaukZ9gn
— ANI (@ANI) December 30, 2021
বৃহস্পতিবার যেকজন গোটা রাজ্য জুড়ে আক্রান্ত হন, তার মধ্যে কলকাতার পরিসংখ্যান উর্দ্ধমুখী। কলকাতায় আজ আক্রান্ত ১০৯০ জন। করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে হু হু করে, তাতে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। প্রসঙ্গত গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৫৫০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হন। ফলে প্রশাসন ও রাজ্যের স্বাস্থ্য দফতরের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।
আরও পড়ুন: Sushmita Sen: দুজন মানুষের কাছাকাছি আসা জরুরি, রোহমানের সঙ্গে বিচ্ছেদের পর বললেন সুস্মিতা
বুধবারই রাজ্যে নতুন করে ৫ জন ওমিক্রনে সংক্রমিত হন। যার মধ্যে ১ জন বিদেশ ফেরৎ। বাকি ৪ জনের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। ফলে রাজ্যে কোভিডের পাশাপাশি ওমিক্রন সংক্রমিতর সংখ্যা ১১-তে পৌঁছল।