Rain Image, Representational Image (Photo Credit: Pixabay)

কলকাতা, ১২ এপ্রিল: কেমন থাকবে আজকের আবহাওয়া? ১২ এপ্রিল ভোর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গার মানুষের মনে এমন প্রশ্ন দেখা দিতে শুরু করে। ১২ এপ্রিল বেলা যত বাড়তে শুরু করে, রাজ্যের বেশ কিছু অংশে আকাশের মুখ ভার হয়ে  যেতে শুরু করে। শনিবার বজ্রগর্ভ মেঘ (Thunderstorms) সঞ্চার হয় রাজ্যের একাধিক অঞ্চলে। বিশেষ করে দক্ষিণবঙ্গ (West Bengal Weather) এবং পশ্চিমের জেলাগুলির একাধিক এলাকায়। বজ্রগর্ভ মেঘ যখন আকাশে বিচরণ শুরু করে, সেই সময় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত (Rain) শুরু হয়। ভারী বৃষ্টি শুরু হয় একাধিক জায়গায়। ফলে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করে।

এদিকে বাংলার (Today's Weather) পাশাপাশি উত্তর ওড়িশা, পশ্চিম বিহারেও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। বজ্রগর্ভ মেঘ সঞ্চারের পর থেকেই উত্তর ওড়িশার বেশ কিছু জায়গায় শুরু হয় বৃষ্টিপাত। ফলে ওড়িশার তাপমাত্রাও কিছুটা কমতে শুরু করে।

আরও পড়ুন:  West Bengal Weather Update: ঘনিয়ে আসছে আঁধার, শনিতেই কালবৈশাখীর পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

সবকিছু মিলিয়ে পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় যে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতেই বৃষ্টিপাত শুরু হয়,তার জেরে তাপমাত্রা নীচের দিকে নামতে শুরু করে এবং মানুষ স্বস্তি পান।

পূর্ব ভারতের পাশাপাশি উত্তর ভারতের রাজস্থানেও মেঘের সঞ্চার হতেই বৃষ্টি নামে। তবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারে রাজস্থানের জয়পুরে যেমন বৃষ্টিপাত শুরু হয়, তার সঙ্গে ধুলো ঝড় দেখা যায় বেশ কিছু জায়গায়। আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে জয়পুর-সহ একাধিক জায়গায় আরও বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

রাজস্থানে যে বজ্রগর্ভ মেঘের জেরে বৃষ্টিপাত শুরু হয়েছে, তার জেরে পশ্চিম উত্তরপ্রদেশ উত্তর মধ্যপ্রদেশে বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম উত্তরপ্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশে রাতের দিকেই জোরদার বৃষ্টি নামতে পারে বলে আশঙ্কা।