Representational Image (Photo: IANS)

কলকাতা, ২৭ এপ্রিল: বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের (Heatwave) সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া অফিস (IMD)। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা তাপপ্রবাহ চলতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় আজ তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরের মালদহ, দক্ষিণ দিনাজপুরেও এই তাপপ্রবাহ জারি থাকবে। সেইসঙ্গে ঝড়বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

আবহাওয়া আফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে পরিস্থিতির বদল দেখা দিতে পারে। আরও পড়ুন: Tamil Nadu Electrocution: রথ নিয়ে শোভাযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, আহত ১৫

উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গতকালও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে।