কালিমেদু, ২৭ এপ্রিল: রথ উৎসবে রথ নিয়ে শোভাযাত্রার (Chariot Procession) সময় বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মৃত্যু হল অন্তত ১১ জনের। আরও ১৫ জন আহত হয়েছেন। আজ সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) থাঞ্জাভুর (Tiruchirappalli) জেলায়। পুলিশ জানিয়েছে যে একটি মন্দিরের রথে অনেক লোক দাঁড়িয়ে ছিলেন। তখনই একটি হাই-ট্রান্সমিশন লাইনের সংস্পর্শে চলে আসেন তাঁরা। তাতেই এতজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ২টি শিশুও রয়েছে বলে পুলিশের কর্তারা জানিয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় তোলা একটি ভিডিওতে দেখা গিয়েছে যে বিদ্যুতের তারের সংস্পর্শে আসার পর রথটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
দেখুন ছবি:
#UPDATE | Tamil Nadu: 11 people lost their lives in Thanjavur district during a temple chariot procession after it came into contact with a live wire.
— ANI (@ANI) April 27, 2022
তিরুচিরাপল্লির সেন্ট্রাল জোনের আইজিপি ভি বালাকৃষ্ণান বলেছেন, ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।"