Kolkata Rain (Photo Credit: PTI/X)

কলকাতা, ৮ জুলাই: আজকের আবহাওয়া (West Bengal Weather Update) কেমন যাবে? হাওয়া অফিসের (Todays Weather) পূর্বাভাস অনুযায়ী, ৮ জুলাইও গোটা দিনভর বৃষ্টিপাত (Heavy Rain) হবে রাজ্যের বিভিন্ন জায়গায়। ফলে কলকাতা-সহ (Kolkata Rain) রাজ্যের একাধিক এলাকা জলে ভাসতে শুরু করেছে। একনাগাড়ে বৃষ্টির জেরে শহর কলকাতা যেমন জলমগ্ন, তেমনি বিভিন্ন জেলা থেকেও জলে ভাসার খবর আসছে। অতি ভারি বৃষ্টির জেরে সোমবার রাত থেকেই শহর কলকাতায় জল জমতে শুরু করেছে। মঙ্গলবার সকালেও বৃষ্টির আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন নেই। ফলে জল যন্ত্রণা কমছে না বরং বেড়েই চলেছে।

কলকাতা শহরের একাধিক জায়গায় জল জমছে।  সপ্তাহের দ্বিতীয় দিনে অফিসের ব্যস্ত সময়ে আমহার্স্ট স্ট্রিট জুড়ে জল। ঢেউ উঠতে শুরু করেছে রাস্তার মাঝে। ফলে মঙ্গলবার সকালে জলে জলাকার কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র আমহার্স্ট স্ট্রিট।

আরও পড়ুন: West Bengal Weather Today: নিম্নচাপের জেরে ভাসছে বাংলা, দিনভর আর কী 'খেলা' দেখাবে বৃষ্টি? জেনে নিন আজকের আবহাওয়ার হালহকিকত

দেখুন একটানা বৃষ্টির জেরে কী পরিস্থিতি শহর কলকাতার

 

মঙ্গলবারও বৃষ্টি থামবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। মঙ্গলবার গোটা দিন, রাত জুড়ে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় এক নাগাড়ে বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।

দেখুন আবহাওয়া দফতরের খবরে কী জানানো হল...