হাল্কা চাদর সরিয়ে নামিয়ে ফেলুন শিকেয় তোলা তোষক (Photo Credits: Pixabay)

কলকাতা, ১৮ নভেম্বর: বুলবুল (Bulbul) বিদায়ে রাজ্যের সমস্ত জেলাতেই তাপমাত্রার (Temperature) পারদ নিম্নমূখী৷ রাত বাড়তেই তাপমাত্রা এক ঝটকায় কমে যাচ্ছে। তেমনই ভোরের দিকে সেই তাপমাত্রা আরও নামছে। ধীর পায়ে বঙ্গে প্রবেশ করছে শীত (Winter)। কলকাতা (Kolkata) সহ শহরতলি অঞ্চলে রাত-ভোর তাপমাত্রা থাকছে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলাগুলিতে তাপমাত্রা নেমে যেতে পারে ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহওয়া দফতরের (IMD) তরফে। তাই হাল্কা চাদর সরিয়ে এবার নামিয়ে ফেলুন শিকেয় তোলা তোষক (Blanket)।

নতুন করে নিম্নচাপ (Low Pressure) কিংবা ঘূর্ণাবর্তের (Cyclone) খবর এখনও পর্যন্ত নেই। তাই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বেশিরভাগ অংশেই আকাশ থাকবে পরিষ্কার। সকালে ঝলমলিয়ে উঠবে রোদ। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার-পাঁচদিনের মধ্যে দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে তাপমাত্রা অনেকটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে এ রাজ্যের বায়ুমণ্ডলেও ঢুকবে শীতল উত্তর-পশ্চিমা বাতাস। সেই সঙ্গেই শীতের আগমন আরও দ্রুততর হবে আগে হবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: West Bengal Weather Update: সকাল ও সন্ধে হিমের পরশ... পাতা খসানোর সময় কি তবে শুরু?

আজ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। আর রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যেখানে যেখানে আপেক্ষিক আর্দ্রতা কমে গিয়েছে, সেখানে বাতাসে শুষ্কতা বেশি অনুভূত হয়েছে। শীতের আমেজ বেশি টের পাওয়া গিয়েছে। শনিবার ও রবিবার বিকেল পর্যন্ত রাজ্যে (West Bengal) কোথাও বৃষ্টি হয়নি বলেই খবর।