Rains (Photo Credits: IANS)

কলকাতা, ১৮ অক্টোবর: আগামী ২০ অক্টোবর পর্যন্ত কলকাতা সহ রাজ্যের (West Bengal) বিভিন্ন জেলায় ভারী থেকে হালকা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী সহ একাধিক জেলায় বৃষ্টির (Rain) সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গ (South Bengal) এবং উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করা হলেও, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির দেখা মেলেনি। বুধবার পর্যন্ত দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হলেও, সোমবার উত্তরে সেভাবে বৃষ্টির দেখা পাননি বাসিন্দারা। তবে উত্তরের বেশ কিছু জেলায় হালকা পশলা বৃষ্টির দেখা মিলেছে বলে খবর। যাতে রগম কাটেনি উলটে হু হু করে তাপমাত্রা বাড়তে শুরু করে।

আরও পড়ুন: West Bengal Weather: দক্ষিণে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি, জারি কমলা, হলুদ সতর্কতা

প্রসঙ্গত, উত্তর তেলাঙ্গানা (Telangana) এবং পার্শ্ববর্তী এলাকায় যে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত রয়েছে, তার জেরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত (Rain) হবে বলে সতর্কতা জারি করা হয়েছে। ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে।